Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপদ কাটিয়ে মাহমুদউল্লাহ-মিরাজের প্রতিরোধ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ৩:০০ পিএম | আপডেট : ৩:১৭ পিএম, ৭ ডিসেম্বর, ২০২২

ভারতের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে বিপদ কাটিয়ে মাহমদুউল্লাহ-মিরাজের প্রতিরোধ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৫ রান। মাহমুদউল্লাহ-মিরাজ ১০৩ বলে ৮৬ রানে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন। মাহমুদউল্লাহ ৩৯ মিরাজ (হাসঞ্চেুরি) ৫০ রান নিয়ে করছেন।

এর আগে মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে টস জিতে ব্যার্টিংয়ে ১৭ ওভারে দলীয় ৬৯ রানে ৬ উইকেট হারিয়েছে বিপদে বাংলাদেশ।


ব্যাটিংয়ে নেমে একে একে বিদায় নেন এনামুল হক বিজয় ১১, লিটন ৭, নাজমুল হোসেন শান্ত ২১, সাকিব আল হাসান ৮, মুশফিকুর রহিম ১২ ও আফিফ হোসেন শূন্য রানে বিদায় নেন।

এই ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে স্পিন শক্তি বৃদ্ধি করেছে। অন্যদিকে ভারত তাদের একাদশে পরিবর্তন এনেছে। বাংলাদেশ-ভারতের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরিয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তার সঙ্গে স্পিনে আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। আর পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গী ইবাদত হোসেন চৌধুরি।

অন্যদিকে সিরিজে সমতায় ফিরতে ভারত দল ২ পরিবর্তন নিয়ে মাঠে নামছে। প্রথম ম্যাচে ১ উইকেটে হেরে যাওয়া দলে দুটি পরিবর্তন এনেছে ভারত। শহবাজ আহমেদের জায়গায় ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার আকসার প্যাটেল। চোটের জন্য খেলছেন না সেই ম্যাচে অভিষেক হওয়া কুলদিপ সেন। তার জায়গায় দলে এসেছেন গতিময় পেসার উমরান মালিক।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার, উমরান মালিক।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ