Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পল্টনে কেন সমাবেশ করতে চায় ভেবে দেখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ২:৫৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ম মেনে চলতে হবে। তিনি বলেন, নয়া পল্টনে সমাবেশ করলে যা প্রয়োজন সে অনুযায়ী কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। পল্টনে কেন সমাবেশ করতে চায়, তাও ভেবে দেখতে হবে।


বুধবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো দেশের চেয়ে বাংলাদেশেত মানবাধিকার পরিস্থিতি ভালো। দেশের মানবাধিকার ক্ষুন্ন হোক এমনটা সরকারও চায় না। মানবাধিকার পরিস্থিতি ঠিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

 


তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর সমাবেশে ২০ থেকে ২৫ লাখ মানুষের কথা বিএনপি বলছে। এতো মানুষ রাস্তায় কিভাবে বসবে। তারা সৌহরাওয়ার্দী উদ্যাকে কেন আসছে না তাদের বিষয়।


তারা (বিএনপি) যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে বলেও জনান স্বরাষ্ট্রমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ