Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে চোট পেয়ে হাসপাতালে ভারতের অধিনায়ক রোহিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ২:১১ পিএম

টাইগারদের বিপক্ষে আজ সিরিজ হারের শঙ্কায় ভারত। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ শুরু হওয়ার পর আরও বড় এক শঙ্কায় পড়ে গেছে দলটি। চোট নিয়ে হাসপাতালে দলটির অধিনায়ক রোহিত শর্মা।

দ্বিতীয় ওভারে এনামুল হকের ক্যাচ ধরার চেষ্টায় আঙুলে চোট পান রোহিত শর্মা। ক্যাচ হাতছাড়া করা ভারত অধিনায়ক মাঠ ছাড়েন সঙ্গে সঙ্গেই। এক্সরের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।


ইনিংসের দ্বিতীয় ওভারেই ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ তোলেন এনামুল হক বিজয়। তবে সে ক্যাচ লুফে নিতে পারেননি স্লিপে ফ্লিডিং করা খেলোয়াড় রোহিত শর্মা। সে সময় ক্যাচ ধরতে যেয়ে আঙুলে চোট পান রোহিত। পরক্ষণেই মাঠ ছাড়েন এই ভারতীয় অধিনায়ক।

ক্রিকইনফো জানাচ্ছে, মাঠ ছেড়ে হাসপাতালে যান রোহিত শর্মা। এক টুইট বার্তায় তারা লিখেছে, ‘রোহিত শর্মাকে তার বাম হাতের এক্স-রে করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।' ম্যাচে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ