Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় ওয়ানডে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১১:৩২ এএম | আপডেট : ১১:৪৯ এএম, ৭ ডিসেম্বর, ২০২২

সাত বছর পর নিজেদের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরে ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে টসে জিতলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। 

হোম আব ক্রিকেট গ্রাউন্ড মিরপুর শেরে-ই-বাংলায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় দিবা-রাতের ওয়ানডে ম্যাচটি শুরু দুপুর ১২ টায়।

সিরিজের প্রথম ওয়ানডে রোমাঞ্চিত জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ নিশ্চিত করতেই মাঠে নামছে টাইগাররা। অন্যদিকে ভারত দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া। প্রথম ওয়ানডে হারের পর ৭ বছর আগেরকার দুঃস্মৃতি হাতছানি দিচ্ছে ভারতকে।

প্রথম ওয়ানডের দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরিয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তার সঙ্গে স্পিনে আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। আর পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গী ইবাদত হোসেন চৌধুরি।

অন্যদিকে সিরিজে সমতায় ফিরতে ভারত দল ২ পরিবর্তন নিয়ে মাঠে নামছে।  প্রথম ম্যাচে ১ উইকেটে হেরে যাওয়া দলে দুটি পরিবর্তন এনেছে ভারত। শহবাজ আহমেদের জায়গায় ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার আকসার প্যাটেল। চোটের জন্য খেলছেন না সেই ম্যাচে অভিষেক হওয়া কুলদিপ সেন। তার জায়গায় দলে এসেছেন গতিময় পেসার উমরান মালিক।

দ্বিতীয় ম্যাচে হারলেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কাছে খোয়াতে হবে ওয়ানডে সিরিজ। এমন সমীকরণ মাথায় রেখে জিততে মরিয়া রোহিত শর্মার দল।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার, উমরান মালিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ