Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা দেয়নি ভারত,খেলা হচ্ছে না বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১০:৫২ এএম | আপডেট : ১১:০৬ এএম, ৭ ডিসেম্বর, ২০২২

ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হল পাকিস্তানের ক্রিকেট দল। সেই আসরে যোগ দিতে ভারতীয় ভিসার আবেদন করে ব্যর্থ হয়েছে তারা। খবর আনাদোলু এজেন্সির। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলের ভিসার আবেদন নাকচ করে দেয়।


মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে পাকিস্তানের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, ‘এখন দুই দলের যা ছন্দ তাতে বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল সব থেকে বেশি। বিশ্বকাপ জেতার সম্ভাবনাও পাকিস্তানের বেশি ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় দল খেলতে যেতে পারল না।’


বিবৃতিতে আরও বলা হয়, ‘খেলাকে সব সময় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। কিন্তু ভারত সেটা করছে না। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। ভারতের দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশনের অবশ্য কোনও দোষ নেই। তারা কেন্দ্রের কাছে আবেদন করেছিল পাকিস্তানকে যাতে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু ভারত সরকার অনুমতি দেয়নি।’


পাকিস্তানের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট কাউন্সিল হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভিসা না দেয়ার এই সিদ্ধান্তের জেরে ভারতকে খেসারত দিতে হবে। এই ঘটনার ফল ভাল হবে না ভারতের জন্য।


বিবৃতিতে তারা জানায়, ‘এ ঘটনায় বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেট সংস্থায় আমরা অভিযোগ জানাব এবং ভারতকে ভবিষ্যতে যাতে কোনও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেয়া না হয় সেই আবেদনও করব।’


পাকিস্তিনের ক্রিকেট দলকে ভিসা না দেয়ার কোন কারণ ব্যখ্যা করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতের দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশন পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের ক্রিকেট দলকে ভিসা না দেয়ায় অ্যাসোসিয়েশন হতাশ।


ভারতের দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘ভারতে আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নিতে পারছে না। তারা যাতে ভিসা পায় তার সব চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু তাদের ভিসা দেয়া হয়নি।’

উল্লেখ’ ৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।  গত বারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রানার্সআপ হয়েছিল পাকিস্তান। এ বার যেহেতু পাকিস্তান নেই, তাই ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজন করা হবে এই টুর্নামেন্টের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ