Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী বৃহস্পতিবার সউদী আরবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। যুত্তরাষ্ট্র ও দুই দেশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রিয়াদ সফরে চিনপিং যাচ্ছেন বলে আরব দেশটির কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। সিএনএন ওই প্রতিবেদনে জানিয়েছে, সউদী আরবের রাজধানী রিয়াদে শি চিনপিংয়ের সফরের সময় সেখানে চীন-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনের ওই সফরে চীন-জিসিসি সম্মেলন হওয়ার কথাও রয়েছে। চীনের প্রেসিডেন্ট রিয়াদ সফরে যেতে পারেন বলে গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত সউদী আরব কিংবা চীন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এর মধ্যে গত সপ্তাহেই সঠিক তারিখ নিশ্চিত না করেই শীর্ষ সম্মেলনের খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের নিবন্ধন ফরম পাঠিয়েছে সউদী সরকার। শি চিনপিংয়ের সফর এবং নির্ধারিত শীর্ষ সম্মেলন সম্পর্কে তথ্যের জন্য সিএনএন যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেনি সউদী প্রশাসন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ