মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার দেড় দশক পরে ঝাড়ু ঝড়ে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনও (এমসিডি) হাত ছাড়া হতে পারে গেরুয়া শিবিরের। বুথফেরত সমীক্ষায় মিলল এমনই ইঙ্গিত। যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপের জনমোহিনী নীতির কাছে চুপসে যেতে চলেছে মোদি-শাহের ডবল ইঞ্জিন স্বপ্নের বেলুন। সোমবার বুথফেরত সমীক্ষা বলছে, দিল্লির এমসিডি দখল করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। প্রায় প্রতিটি সমীক্ষায় মিলেছে একই ইঙ্গিত। ২৫০ আসনের দিল্লি পৌরসভায় ক্ষমতা দখল করতে প্রয়োজন ১২৬টি আসন। আজতক-অ্য়াক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা বলছে, আপ পেতে পারে ১৪৯-১৭১টি আসন, বিজেপি ৬৯-৯১টি ও কংগ্রেসের দখলে থাকতে পারে ৩-৭টি আসন। আবার নিউজ এক্স-জন কি বাতের বুথফেরত সমীক্ষার দাবি, আপ ১৫৯-১৭৫, বিজেপি ৭০-৯২ এবং কংগ্রেস পেতে পারে ৪-৭টি আসন। আপ ১৪৬-১৫৬টি, বিজেপি ৮৪-৯৪ ও কংগ্রেস ৬-১০টি আসন পেতে পারে বলছে টাইমস নাও-ইটিজির বুথফেরত সমীক্ষা। প্রায় একইরকম ইঙ্গিত মিলেছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায়। আপ ১৪৯-১৭১, বিজেপি ৬৯-৯১ ও কংগ্রেস ৩-৭টি আসন পেতে পারে দিল্লি পুরসভায়। গুজরাতে গেরুয়া ঝড়ে আগাম পূর্বাভাস দিয়েছে প্রায় সব বুথফেরত সমীক্ষা। হিমাচলেও তীব্র লড়াই হতে পারে বিজেপি-কংগ্রেসের মধ্যে। দুই রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে উত্থান হতে পারে কেজরিওয়ালের দলের। কিন্তু এমন অবস্থায় দিল্লি পৌরভোটের বুথফেরত সমীক্ষায় মিলে গেলে বিপাকে পড়বে গেরুয়া শিবির। গোটা ভারতে যখন গেরুয়া-রাজ কায়েম করতে চাইছে মোদি-শাহ জুটি। এমন পরিস্থিতিতে দিল্লি পৌরসভা হাতছাড়া হলে সেটা মোটেও ভালো বার্তা হবে না দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। পৌরভোটের আগে গ্রেফতার হয়েছিলেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। তাকে নিয়ে একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেথা গেছে, জেলে তিনি বিশেষ সুবিধা পাচ্ছেন। আপের অভিযোগ, কুৎসার রাজনীতি করেছিল বিজেপি। কিন্তু বুথফেরত সমীক্ষা যদি মিলে যায় তাহলে গেরুয়া শিবিরের সেই কৌশল দিল্লিবাসী যে ভালোভাবে নেয়নি, তা স্পষ্ট হয়ে যাবে। সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।