Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সুড়ঙ্গ খুঁড়ে গোটা রেল ইঞ্জিন চুরি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

পত্রিকা কিংবা মোবাইলে কোনো নিউজ পোর্টালে গেলেই বাসা, দোকান কিংবা শপিংমলে চুরির খবর আমরা প্রায় প্রতিদিনই শুনে থাকি। কিন্তু ভারতের বিহার রাজ্যে যা ঘটেছে, তা সবার চিন্তারও বাইরে। টাকা-স্বর্ণালঙ্কার নয়, গাড়ি নয় ট্রেনের পুরো একটি ইঞ্জিন চুরির ঘটনা ঘটেছে সেখানে। সম্প্রতি বিহারের বেগুসরাই জেলায় সত্যিই এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট এলাকায় রেলওয়ে ইয়ার্ডে থেকে পুরো ট্রেনের ডিজেল ইঞ্জিন চুরি হয়ে গেছে। জানা যায়, কিছুদিন আগে চুরি যাওয়া ইঞ্জিনটি মেরামতের জন্য গড়হারা রেলওয়ে ইয়ার্ডে আনা হয়েছিল। একপর্যায়ে চোরের দল সুড়ঙ্গ খুঁড়ে রেল ইঞ্জিনের এক একটি অংশ চুরি করতে শুরু করেন। এভাবে শেষ পর্যন্ত পুরো ইঞ্জিনটাই গায়েব হয়ে যায়। এ প্রসঙ্গে মুজাফরপুরের রেলওয়ে সুরক্ষার পরিদর্শক পিএস দুবে জানান, গত সপ্তাহে গড়হারা ইয়ার্ডে মেরামতের জন্য আনা ডিজেল ইঞ্জিনটি চুরি গিয়েছে। এ ঘটনায় বারাউনি থানায় একটি মামলা করা হয়েছিল। তদন্ত চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে। আর সেসব তথ্যের ভিত্তিতে মুজাফফরপুর জেলার প্রভাত নগর এলাকার একটি স্ক্র্যাপ গুদামঘরে তল্লাশি চালিয়ে ট্রেনের যন্ত্রাংশ ভর্তি ১৩টি বস্তা উদ্ধার করা হয়। একই সঙ্গে গুদামঘরের মালিককে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধারকৃত বস্তার ভেতর থেকে রেল ইঞ্জিনের যন্ত্রাংশ, ভিনটেজ ট্রেনের ইঞ্জিনের চাকা ও ভারি লোহার তৈরি রেলওয়ের যন্ত্রাংশ পাওয়া যায়। ট্রিবিউন ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ