Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করুন: ডা. ইরান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ৬:৪৮ পিএম

জনগণের মুক্তির জন্য বিএনপি আহুত ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করতে ছাত্র-যুবসমাজের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, শেখ হাসিনার পতন ছাড়া গণতন্ত্র ভোটাধিকার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে মেজর জলিল মিলনায়তনে সন্ত্রাস ও নৈরাজমুক্ত শিক্ষাঙ্গনের দাবীতে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন।

ডা. ইরান বলেন, শেখ হাসিনার সরকার বিগত ১৫ বছরে দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশে দুর্ভিক্ষময় পরিস্থিতি সৃষ্টি করেছে। আইনের শাসন না থাকায় বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আইনশৃংখলা বাহিনীকে বিরোধী শক্তি নিধনে ব্যবহার করায় শৃংখলা ভেঙ্গে পড়েছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতা-কর্মীদের সীমাহীন দুর্নীতি লুটপাটের কারনে বাংলাদেশ আজ ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তিবাণিজ্যের কারনে দেশে শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার পরিবেশ নেই। ক্যাম্পাসগুলো ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান না থাকায় ডাকসু-সহ দেশের ছাত্রসংসদগুলো অকার্যকর হয়ে পড়েছে। ছাত্রলীগ-যুবলীগকে এখন শেখ হাসিনার অবৈধ ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। তারা বিগত ১৫ বছরে ছাত্রসমাজের কল্যাণে কোন ভূমিকা পালন করতে পারেনি। তাই দেশের সকল ছাত্র-যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শামিল হতে হবে।

ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় কর্মসুচীতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম। বক্তব্য রাখেন যুবমিশনের সদস্য সচিব মোঃ শওকত চৌধুরী, ছাত্রমিশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাহেল হাসান আনোয়ার, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ