Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে কানাডাকে হুঁশিয়ারি চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ৬:৩০ পিএম

সম্প্রতি কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানান, কানাডার আরো যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

এর জবাবে গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, চীন অনেকবার ব্যাখ্যা করেছে যে, তাইওয়ান প্রণালীতে চীনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত রয়েছে। ‘ন্যাভিগেশনের স্বাধীনতার’ অজুহাতে চীনের স্বার্বভৌমত্ব ও নিরাপত্তায় উস্কানি দেয়া যাবে না।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশের ন্যাভিগেশনের অধিকার রয়েছে। চীন একে সম্মান করে।

তবে, ন্যাভিগেশনের স্বাধীনতার অজুহাতে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা খাতে উস্কানি দেয়ার বিরোধিতা করে চীন। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ