Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী আরবে পাঠানোর নামে মানবপাচার করতো চক্রটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ৬:২৩ পিএম

সউদী আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা রহমত উল্যা ওরফে রাজু এবং তার সহযোগী বিউটি বেগমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- মানব পাচারকারী চক্রের মূলহোতা মো. রহমত উল্যা ওরফে রাজু ও বিউটি বেগম (৩৫)।

একইদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি জানান, আসামীদের জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স নেই। তারা ভুয়া ট্রাভেলস্ এজেন্সী খুলে চাকরি প্রত্যাশী বেকার যুবকদের কাছ থেকে সউদী আরবে উচ্চ বেতনে চাকরি, থাকা খাওয়া ফ্রী এবং নানাবিধ সুবিধসহ চাকরি দেয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

ফারজানা হক বলেন, সউদী আরবে পাঠানোর নাম করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে নির্যাতন চালানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করত চক্রটি।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ