গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী ২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তাররা হলো- মো. রাজু আহমেদ (২১), মো. সুমন (১৮)।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি জানান, আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য সাধারণ জনগণকে চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক আটক রেখে নির্যাতন করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে আসছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।