Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ৭:১৩ পিএম

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার নিজের করোনায় আক্রান্ত হওয়ার এই তথ্য জানিয়েছেন তিনি।

অ্যান্থনি বলেছেন, সোমবার দুপুরের দিকে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ায় তিনিবাসা থেকে সরকারি দপ্তরের দায়িত্ব সামলাবেন বলেও জানিয়েছেন।

গত অক্টোবরে কোভিড-আক্রান্ত ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।

এক বিববৃতিতে অস্ট্রেলীয় এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি অসুস্থ যে কাউকে পরীক্ষা এবং তাদের পরিবার ও প্রতিবেশীদের সুস্থ রাখার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বনে উৎসাহিত করছি।’

আগামী ১২-১৩ ডিসেম্বর পাপুয়া নিউগিনিতে দু’দিনের সফরে যাওয়ার কথা রয়েছে অ্যান্থনি আলবানিজের।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি। করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ আসার পর চলতি বছরের শুরুর দিকে ফেডারেল নির্বাচনী কিছু প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত ছিলেন তিনি। পরে তার দল লেবার পার্টি ওই নির্বাচনে জয় লাভ করে। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ