বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলাম শান্তির ধর্ম : শান্তির পতাকাতলে সবাই আবদ্ধ হন
সিরাজগঞ্জ থেকে সৈয়দ শামীম শিরাজী : সিরাজগঞ্জে তিনদিনব্যাপী প্রথমবারের মতো আঞ্চলিক ইস্তেমার শেষদিনে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম তাই সকল অধর্মকে ছাপিয়ে জঙ্গিবাদ দমন করে শান্তির পতাকাতলে আবদ্ধ হন। মাথাছাড়া যেমন মানুষকে কল্পনা করা যায় না, তেমনি ইসলামের পরিপূর্ণ বহির্প্রকাশ নামাজ ব্যতীত এ ধর্ম পালন করা যায় না। একইভাবে মেরুদ-হীন লোক যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি উলমে গাস্ত ছাড়া তাবলিগকে জামাত পরিপূর্ণ হয় না। বক্তারা আরো বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাকলুকাত বা সর্বশ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছেন। তাই মানুষের সকল কাজে শ্রেষ্ঠতা প্রমাণ করতে হবে। মানুষ যা কিছু জানে তা মানে না। অথচ মানাটাই ধর্ম। জানতে হলে মানতে হবে, মানতে হলে পড়তে হবে এবং জ্ঞানের মাধ্যমে ইবাদত করতে হবে। নবী করিম (সা.) প্রথম উচ্চারণ করেছিলেন”, ইকরা’ পড়ো তোমার প্রভুর নামে। আমরা সেই পড়া থেকে অনেক পিছিয়ে আছি। কোরআন হাদিস পড়া থেকে সকলে মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে আছি। অপরদিকে মিথ্যার সাগরে নিমজ্জিত মুসলমান। সত্য কথা ও ন্যায় কথা বলার মানুষ খুবই কম। নবীকে আলামিন বা বিশ্বাসী বলা হতো আমরা সেদিক থেকে মুখ ফিরিয়ে আছি। নবীর আখলাককে আঁকড়ে ধরতে পারি না। ইসলামের শ্রেষ্ঠ কাজ আদব-কায়দা ভদ্রতা শিষ্টাচার ও ব্যবহার এগুলোও আমাদের মধ্যে থেকে দিনদিন হারিয়ে যাচ্ছে। সুতরাং এসব দিকে আমাদের দৃষ্টি ফেরাতে হবে। উল্লেখিত বিষয়গুলোর উপর বয়ান করেন, মাওঃ ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, মাওঃ জুবায়ের আহমেদ, মোঃ উছামা প্রমুখ। এদিকে আখেরি মোনাজাতকে ঘিরে বন্যার ¯্রােতের মতো মানুষের ঢল নামে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত ইস্তেমা মাঠে। আবাল বৃদ্ধ বণিতা অভাবনীয় সাড়া সিরাজগঞ্জ জেলার রেকর্ড সৃষ্টি করে। প্রায় ৭/৮ লাখ মানুষের এমন সমাগম ইতিপূর্বে লক্ষ করা যায়নি। সকাল সাড়ে ১১টায় মোনাজাত শুরু হলেও ফজরের নামাজের পর থেকে শহর ও বিভিন্ন উপজেলা থেকে বন্যা¯্রােতের মতো ইস্তেমা মাঠের দিকে মুসল্লিদের ঢল নামে। সকাল ৯টার পূর্বেই প্রায় ৫০ একর জমির উপর তৈরি ইস্তেমার প্যান্ডেল ভরে যায়। এ আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওঃ জুবায়ের আহমেদ। এ মোনাজাতে শরিক হোন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় এমপি প্রফেসর ডা: হাবিবে মিল্লাত, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ গণ্যমান্য ধর্মপ্রাণ মুসুল্লীগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।