Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরান জাতীয় উদ্যানে পাওয়া গেছে দুই চিতা শাবক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১০:৫৩ পিএম

ইরানের সেমনান প্রদেশের পূর্বে তুরানের সংরক্ষিত এলাকায় এশিয়াটিক চিতার দুটি শাবক পাওয়া গেছে। শাবক দুটির বয়স এক মাসেরও কম। একজন রাখাল প্রাকৃতিক আবাসস্থল থেকে শাবক দুটিকে নিয়ে আসে। আগামী শুক্রবার প্রজনন স্থানে ফিরিয়ে দেওয়া হবে। পরিবেশ বিভাগের উপ-প্রধান হাসান আকবরী এই তথ্য জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ ও কারিগরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং শাবকের মায়ের স্বাস্থ্য নিশ্চিত করার চেষ্টা করা হয়।
ঠাণ্ডা আবহাওয়া, বাচ্চাদের অল্প বয়স এবং অন্যান্য বিদ্যমান অবস্থার কারণে তাদের জীবন বাঁচাতে নিরাপত্তারক্ষী পোস্টে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।

তুরানে চিতা প্রায়ই বসন্তের প্রথম দিকে বাচ্চা দেয়। কারণ বাতাসের তাপমাত্রা এবং অন্যান্য প্রাকৃতিক পরিস্থিতি শাবকদের বেড়ে ওঠার জন্য উপযুক্ত। তবে তুরানে শরতের দ্বিতীয়ার্ধে চিতাদের জন্ম দেওয়া একটি বিরল ঘটনা। এই সময়টা শাবকদের জন্য খুব কঠিন সময় হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ