Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ লাখ ৬০ হাজার প্রতিবন্ধীকে ঘর দেবে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১০:৪৮ পিএম

আগামী তিন বছরে প্রায় ১ লাখ ৬০ হাজার আবাসন ইউনিট প্রতিবন্ধী ব্যক্তিদের দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের কল্যাণ সংস্থার প্রধান আলি-মোহাম্মদ গাদেরি। খবর বার্তা সংস্থা ইরনার।

তিনি বলেছেন, বর্তমানে দেশে ১ লাখ ৬০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি নিজেদের জন্য একটি আবাসিক ইউনিটের ব্যসস্থা করতে সক্ষম নয়। তাই এজেন্ডায় এই সম্প্রদায়ের জন্য আবাসনের বিধান রাখা হয়েছে।

কল্যাণ সংস্থা এর আগে ঘোষণা করে, মোস্তাজাফান ফাউন্ডেশনের সাথে দুটি প্রতিবন্ধী শিশু সহ একটি পরিবারের জন্য ৪ হাজার আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গাদেরির মতে, মোট ১৪ হাজার ৩শটির মধ্যে আড়াই হাজারটি আবাসন ইউনিট এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে, এবং আরও ৩ হাজার ৩শটি অদূর ভবিষ্যতে সম্পন্ন হবে।

কল্যাণ সংস্থার পরিসংখ্যান মতে, ইরানে ১৭ লাখ ১০ হাজার ৪৭৫ জন প্রতিবন্ধী রয়েছে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ