মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ছত্তিশগড় রাজ্যে একজন জনসেবক চোর ধরা পড়েছে, যার বক্তব্য পুলিশ এবং দর্শকদের হাসতে বাধ্য করেছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গ্রেফতারকালে জিজ্ঞাসাবাদে এসপিকে চোরের দেওয়া উত্তর শুনে সেখানকার সমস্ত পুলিশ কর্মকর্তা হেসে ফেলেন।
পুলিশ সুপার চোরকে জিজ্ঞেস করেন, চুরি করতে কেমন লাগলো। তাতে চোর বলে, আমার ভালো লাগলো, কিন্তু পরে আমি ভুল করেছি বলে অনুতপ্ত।
পুলিশ অফিসার চোরকে জিজ্ঞেস করলেন, তুমি দুঃখিত কেন এবং কত চুরি করেছিলে? জবাবে অভিযুক্ত বলে, চুরি করা অন্যায়, তাই আমি দুঃখিত এবং আমি ১০ হাজার টাকার জিনিস চুরি করেছি। পরে ওই পুলিশ সদস্য চোরকে জিজ্ঞেস করেন, টাকা দিয়ে কী করলেন? প্রশ্নে অভিযুক্তের উত্তর শুনে হেসে ফেলেন পুলিশ অফিসার ও সেখানকার সব কর্মকর্তা।
অভিযুক্ত বলেছেন যে, তিনি ১০ হাজার টাকার সমপরিমাণ চুরি করা সম্পত্তি দরিদ্রদের মধ্যে বিতরণ করেছেন। আসামি বলে, আমি রাস্তায় থাকা শীতার্ত গরীব ও পশুদের কম্বল বিতরণ করেছি। পুলিশ ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার ও লাইক হচ্ছে। এছাড়াও নেজিনেরা এ জিজ্ঞাসাবাদের ভিডিওতে আকর্ষণীয় মন্তব্য করছে। সূত্র : জং নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।