Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করবে না ইউরোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৮:৫৭ পিএম

গত শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর শেষ করেছেন। ম্যাখোঁ এবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, প্রধানত ইউরোপীয় কোম্পানিগুলির জন্য মার্কিন ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইন’ থেকে অব্যাহতি চাওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত, কিছুই অর্জন হয়নি, এবং মার্কিন-ইউরোপ সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। এতে করে ইউরোপ আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছে সিএমজি সম্পাদকীয়।

সিএমজি সম্পাদকীয়তে বলা হয়, ফ্রান্সকে অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র একটি উচ্চ-স্তরের রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করে এবং রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের সঙ্গে জড়িত একটি সমৃদ্ধ ভ্রমণের ব্যবস্থা করে। তবে যুক্তরাষ্ট্র কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।

ম্যাখোঁর এবারের যুক্তরাষ্ট্র সফর নামমাত্র রাষ্ট্রীয় সফর হলেও প্রকৃতপক্ষে তা ছিল বিচার চাওয়ার জন্য। চলতি বছরের অগাস্ট মাসে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইনে’ স্বাক্ষর করেছিলেন। এতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। তারা বিশ্বাস করে যে, এই আইনে বাণিজ্য সংরক্ষণবাদের প্রকাশ ঘটেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন হয়েছে, ইউরোপীয় শিল্প উৎপাদন কমে যাওয়া আশঙ্কা দেখা দিয়েছে এবং ইউরোপীয় কোম্পানিগুলিকে তাদের ‘উৎপাদন লাইন’ যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে বাধ্য করবে।

তাই ইউরোপের স্বার্থ রক্ষার জন্য প্রেসিডেন্ট ম্যাখোঁ এবার যুক্তরাষ্ট্র সফর করেন। কিন্তু ম্যাখোঁর দাবির মুখে, বাইডেন বলেন যে, যুক্তরাষ্ট্রকে ইউরোপের কাছে কৈফিয়ত দেয়ার দরকার নেই, কিন্তু কিছু ব্যবস্থা নিতে হবে, তবে সুনির্দিষ্টভাবে সে ব্যবস্থার কথা উল্লেখ করেন নি তিনি।

এবারের সফরের মাধ্যমে ইউরোপ নিশ্চয়ই মার্কিন উদ্দেশ্য আরও স্পষ্টভাবে বুঝেছে। তাই কৌশলগত স্বাধীনতা অনুসন্ধানের চেষ্টা এক মুহূর্তের জন্যও থামানো ঠিক হবে না বলে মনে করে সিএমজি সম্পাদকীয়। সূত্র: সিআরআই।



 

Show all comments
  • মুহিব উল্লাহ ৫ ডিসেম্বর, ২০২২, ৯:০৫ এএম says : 0
    ইউরো আমেরিকার গোলাম
    Total Reply(0) Reply
  • মুহিব উল্লাহ ৫ ডিসেম্বর, ২০২২, ৯:০৫ এএম says : 0
    ইউরো আমেরিকার গোলাম
    Total Reply(0) Reply
  • মুহিব উল্লাহ ৫ ডিসেম্বর, ২০২২, ৯:০৫ এএম says : 0
    ইউরো আমেরিকার গোলাম
    Total Reply(0) Reply
  • Harunur Rashid ৫ ডিসেম্বর, ২০২২, ৪:২৩ এএম says : 0
    Does America care? Who needs who, this should be the question. LOL!
    Total Reply(0) Reply
  • Khan ৫ ডিসেম্বর, ২০২২, ৫:২৮ এএম says : 0
    বর্তমানে ইউরোপে কোন শক্তিশালী নেতা না থাকার কারণে আজ ইউরোপের এই অবস্থা। ইউরোপ এখন usa এর বাজার। ইউরোপের ইন্ডাস্ট্রি ধংসের মুখ। ইউরোপকি ফিরে দারাতে পারবে? Usa চায় ইউরোপকে পুতুলের মতো চালাতে।
    Total Reply(0) Reply
  • Khan ৫ ডিসেম্বর, ২০২২, ৫:২৮ এএম says : 0
    বর্তমানে ইউরোপে কোন শক্তিশালী নেতা না থাকার কারণে আজ ইউরোপের এই অবস্থা। ইউরোপ এখন usa এর বাজার। ইউরোপের ইন্ডাস্ট্রি ধংসের মুখ। ইউরোপকি ফিরে দারাতে পারবে? Usa চায় ইউরোপকে পুতুলের মতো চালাতে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ