Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৩ জুরির সমর্থন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সম্প্রতি ভারতের চলচ্চিত্র ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্য করে বেশ বেকায়দায় আছেন ইসরাইলি পরিচালক নাদাভ লাপিড। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে ‘অশ্লীল’, ‘হিংসাত্মক’ এবং ‘প্রচারমূলক’ বলে কঠোর সমালোচনা করেন লাপিড। লাপিডের সমর্থনে পর এগিয়ে আসেন আরও তিন বিদেশি জুরি। পরিচালক নাদাভ লাপিডের পাশে দাঁড়ালেন গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের তিন সদস্য। জিনকো গোটাহ, পাস্কাল শ্যাভান্স এবং জেভিয়ার অ্যাঙ্গুলো বারতুরেন নামে তিন জুরি টুইটারে এক বিবৃতিতে জানান, জুরি বোর্ডের সদস্যরা সবাই জানতেন। বোর্ডের প্রধান হিসেবে লাপিড যা বলেছেন, তার সঙ্গে তারা একমত। ফলে দলছুট হয়ে গেলেন সুদীপ্ত সেন, জুরি বোর্ডে থাকা একমাত্র ভারতীয় পরিচালক। প্রসঙ্গত, সুদীপ্ত নিজেও ধর্মান্তরণকে কেন্দ্র করে বানানো ‘দ্য কেরালা স্টোরি’ নামে এক ছবির পরিচালক। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ