মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় এক মাস চেষ্টার পর রাশিয়ার জ্বালানি তেলের মূল্যসীমা বেধে (ক্যাপ) দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যথারীতি সিদ্ধান্তটি মেনে নেয়নি রাশিয়া। অন্যদিকে ইউক্রেন বলছে, রাশিয়াকে দুর্বল করতে এটাই যথেষ্ট নয়। খবর রয়টার্স ও বিবিসি। গত শুক্রবার যৌথ বিবৃতিতে জি-৭, ইইউ ও অস্ট্রেলিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়াকে বিরত রাখতে এবং জ্বালানিতে মুনাফা বৃদ্ধি ঠেকাতে তেলের নতুন ক্যাপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ শনিবার বলেন, আমরা এই মূল্যসীমা গ্রহণ করব না। রাশিয়া পুরো বিষয়টি বিশ্লেষণ করে শিগগিরই প্রতিক্রিয়া জানাবে। রাশিয়া বারবার বলে আসছে, ক্যাপ বাস্তবায়নকারী দেশগুলোতে জ্বালানি তেল সরবরাহ করবে না তারা।সোশ্যাল মিডিয়ায় ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোয় মস্কোর রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই বছর থেকে ইউরোপকে রাশিয়ার তেল ছাড়া বাঁচতে হবে। এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের নির্ধারিত মূল্যসীমার সমালোচনা করেছেন এবং একে ‘দুর্বল’ বলে অভিহিত করেন। তার মতে, এটি রুশ অর্থনীতির ক্ষতি করার জন্য যথেষ্ট ‘গুরুতর’ নয়। গত শুক্রবার পশ্চিমাদের অনুমোদিত নতুন ক্যাপের মাধ্যমে সমুদ্রপথে ক্রুড বা অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৬০ ডলারের বেশি দরে রফতানি করতে পারবে না মস্কো। যা আগামী ৫ ডিসেম্বর কিংবা এর আগেই কার্যকর হতে পারে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।