Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্ন্যুৎপাত, সুনামি শঙ্কায় সতর্ক জাপান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। অগ্ন্যুৎপাতের পর আকাশে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ছাইয়ের কুণ্ডলী তৈরি হয়। এতে করে ওই এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন এজেন্সি (বিপিএনবি) সেখানে অবস্থানরত সাধারণ মানুষকে অগ্ন্যুৎপাতের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের কাজকর্ম বন্ধ রাখতে বলেছে। এছাড়া নদী থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে থাকার নির্দেশনা দিয়েছে তারা, কারণ অগ্ন্যুৎপাতের কারণে বেরিয়ে আসা উত্তপ্ত লাভা নদীতে গড়িয়ে যেতে পারে। আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সুনামি হতে পারে বলে আশঙ্কা করেছে জাপান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য সুনামির ওপর সতর্ক নজর রাখছে জাপানের আবহাওয়া সংস্থা। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ২টা ৪৬ মিনিটে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। রোববার সকালে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওই আগ্নেয়গিরির আশপাশের আকাশ ধূসর ছাইয়ের মেঘে আচ্ছন্ন হয়ে আছে। বিশ্বে যে কয়েকটি দেশে সক্রিয় আগ্নেয়গিরি আছে সেগুলোর মধ্যে একটি হলো ইন্দোনেশিয়া। এখানে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ