Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিততে ২১ ওভারে বাংলাদেশের চাই ৭৭ রান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৬:০৪ পিএম | আপডেট : ৬:১৩ পিএম, ৪ ডিসেম্বর, ২০২২

নিজেদের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভারতের দেয়া ১৮৭ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৯ ওভারে ৪ উইকেট হারিয়েছে ১১০ রান তুলেছে স্বাগতিকরা। ক্রিজে আছেন মুশফিকর রহিম ১১ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪ রান নিয়ে।

এ দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই শুন্য রানে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। সতীর্থকে হারিয়ে এনামুল হক বিজয়কে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস। তবে বিজয় জীবন পেয়েও নিজের ইনিংস বড় করতে পারেনি। ফিরে যান ব্যক্তিগত ১৪ রানে। তৃতীয় উইকেট জুটিতে সাকিবকে সাথে নিয়ে দারুণ ব্যাট করছিলেন লিটন দাস।

দুজনে ৬১ বলে ৪৮ রানে জুটি গড়েন। কিন্তু লিটন ব্যক্তিগত ৪১ রানে বিদায়ের পর সাকিবও উইকেটে টিকতে পারেনি। তিনি ফিরে যান ব্যক্তিগত ২৯ রানে। এরপর জুটি গড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিক-রিয়াদ।

এর আগে মিরপুর টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব-এবাদতের ভয়ঙ্কর বোলিংয়ে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে কে এল রাহুল সর্বোচ্চ ৭৩ রান করেন। এঠাড়া রোহিত দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন। আর কেউ সুবিধা করতে পারেনি। বল হাতে সাকিব ৫টি ও এবাদত নেন ৪ উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ