Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে বিপুল পরিমাণ ওষুধ জব্দ : জরিমানা

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হাসপাতালের ভেতরে ব্যক্তি মালিকানাধীন একটি ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন কবির। এ সময় ঝিনাইদহের দায়িত্বে থাকা ওষুধ তত্ত্বাবধায়ক সাবেরা তাবাসসুম ওয়াহিদা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুলকার নাইন কবির জানান, দীর্ঘ দিন ধরে অনুমোদনহীন ও ওষুধের নামে ফুড সাপ্লিমেন্ট বিক্রি হচ্ছে এমন অভিযোগে জেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের ভেতরে ব্যক্তি মালিকানাধীন খোন্দকার গোলাম কাদীর ফার্মেসি থেকে ওষুধের মেয়াদের তারিখ না থাকা, ওষুধ বেশি দামে বিক্রি, ফার্মেসিতে ওষুধের স্যাম্পল রোগীদের কাছে বিক্রি, ওষুধের দামের জায়গা কাটাছেড়া ও মেয়াদোত্তীর্ণ বিপুল ওষুধসহ ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্টসহ অনুমোদনহীন ৫০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। এ সময় ফার্মেসি মালিক আবু বকরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও হাসপাতালের বাইরে লাইসেন্স না থাকায় জাকির ফার্মেসির মালিক জাকির হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ