Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইগারদের ভয়ঙ্কর বোলিংয়ে ১৮৬ রানে গুটিয়ে গেল ভারত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৩:১১ পিএম | আপডেট : ৪:০৯ পিএম, ৪ ডিসেম্বর, ২০২২

ঘরের মাঠে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর সেটা আবারও টের পেল ভারত। ম্যাচের আগের দিন ক্যাপ্টেন রোহিত শর্মা যে ভয়ের কথা বলছিলেন সেটাই সত্যি হল মিরপুরে। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে এসে সিরিজের প্রথম ওয়ানডে সাকিবের বিষাক্ত স্পিনে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয়েছে ভারত।

ফলে এই ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে ১৮৭ রান। বল হাতে সাকিব আল হাসান ১০ ওভারে ৩৬ রানে শিকার করেন ৫ উইকেট। এছাড়া পেসার এবাদত হোসেন ৮.২ ওভারে ৪৭ রানে ৪ উইকেট তুলে নেন।

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাতের প্রথম ওয়ানডে টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বিষাক্ত স্পিনে শুরু থেকেই ধুকতে থাকে রোহিত শর্মার দল। ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৯ রানে তিন উইকেট হারায় তারা। ভারতের দলীয় ২৩ রানে শিখর ধাওয়ানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৭ রানে আউট ভারতীয় এই ওপেনার। শেষ ব্যাটসম্যান হিসেবে সিরাজ মাত্র ৯ রান করে বিদায় নেন।

 

এরপর বোলিয়ে এসেই নিজের ভয়ঙ্কর রূপ দেখান বিশ্বসেরা সাকিব আল হাসান। ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যক্তিগত ২৭ রান করে সাকিবের বলে সরাসরি বোল্ড। ইনিংসের ১১তম ওভারে বিরাট কোহলি মাত্র ৯ রান করে সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় ৯২ রানের মাথায় পেসার এবাদত হোসেনের বলে শ্রেয়াস আইয়ার ২৪ রান করে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

একটু বিরতিতে আবারও ভয়ঙ্কর হয়ে উঠেন সাকিব। সাকিবের বিষাক্ত স্পিনে একে একে বিদায় নেন ওয়াশিংটন সুন্দর ১৯, শাহবাজ আহমেদ ০, শার্দুল ঠাকুর ২ ও দিপক চাহার ০ রানে। ৩৪.১ ওভারে দলীয় ১৫৬ রানে ৮ উইকেটে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। এরপর ভারতের পক্ষে সর্বোচ্চ রান করা কে এল রাহুলকে বিদায় করেন পেসার এবাদত হোসেন। তিনি ৯০ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করে এবাদতের বলে বিজয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরন।

বল হাতে সাকিব ৫,এবাদত ৪ ও মিরাজ একটি উইকেট নেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ