Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ২:১৭ পিএম

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার ফারুক হোসেন।

রোববার (৪ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে। গতকাল পল্টনে ককটেল বিস্ফোরণে ১৫ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। সেখানেই তাদের সমাবেশ করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে চেক পোস্ট বসানোটাও পুলিশের নিয়মিত পদক্ষেপ বলে এ সময় উল্লেখ করেন ফারুক হোসেন। পুলিশ সদরের নির্দেশে ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান চলছে। গত চার দিনে ঢাকায় শতাধিক জনকে গ্রেফতার করেছে বলেও জানান ডিএমপির এ উপ-কমিশনার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ