Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে পাকিস্তানি রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আফগানিস্তানে পাকিস্তানের এক শীর্ষ কূটনীতিককে হত্যা চেষ্টা করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, পাকিস্তানের রাষ্ট্রদূত উবাইদ উর রহমান নিজামনি, তার দূতাবাস প্রাঙ্গণে হামলার লক্ষ্যবস্তু ছিলেন। এতে আরও বলা হয় যে, হামলায় একজন পাকিস্তানি নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন। মন্ত্রণালয়টি একটি বিবৃতিতে বলেছে, 'আফগানিস্তানের অন্তর্র্বতী সরকারকে অবিলম্বে এই হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, দোষীদের গ্রেপ্তার করতে হবে, তাদের জবাবদিহি করতে হবে এবং আফগানিস্তানে পাকিস্তানি কূটনৈতিক কর্মী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নিতে হবে।' পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে বলেছেন, 'আমি কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতের নৃশংস হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানাই।' দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার তার আফগান প্রতিপক্ষ আমির খান মুত্তাকির সঙ্গে আলোচনার জন্য কাবুল সফরের কয়েকদিন পর এই হামলা ঘটনা ঘটে। এদিকে, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বলখি হামলার নিন্দা করে টুইটারে বলেছেন, ‘আফগানিস্তানের ইসলামিক সরকার কাবুলে পাকিস্তানি দূতাবাসে গুলি চালানোর চেষ্টা ও ব্যর্থ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। সূত্র: আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ