Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পোপের মন্তব্যের পাল্টা জবাব দিলো রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

চেচেনদের বর্বর বলে বিতর্ক উস্কে দিলেন পোপ ফ্রান্সিস। চেচনিয়া রাশিয়ার একটি অঞ্চল, যার প্রধান রমজান কাদিরভ। চেচেন সৈন্যরা রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে। পোপ ফ্রান্সিস বলেন, ইউক্রেনে যুদ্ধ করা অন্য রুশ সেনাদের থেকে চেচেনরা বেশি বর্বর। পাশাপাশি তিনি রাশিয়ার বুরিয়াত জাতিগোষ্ঠীর কথাও বলেন। খবরে জানানো হয়, ‘আমেরিকা’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে চেচেন ও বুরিয়াতদের নিয়ে এমন ‘বর্ণবাদী’ মন্তব্য করেন পোপ। গত ২২শে নভেম্বর সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়। এতে পোপ বলেন, রাশিয়ার হয়ে যুদ্ধ করা সবথেকে ক্রুয়েল সৈনিকরা রুশ সংস্কৃতিতে বিশ্বাসী না। তারা চেচেন ও বুরিয়াত। আমি তাদের কথা বলছি যারা শহীদ হয়েছে। কেউ শহীদ হয়েছে মানে কেউ একজন তাদেরকে হত্যাও করেছে। তবে পোপ ফ্রান্সিসের এমন মন্তব্যকে মেনে নিচ্ছে না রাশিয়া। তারা তার এই বক্তব্যকে এক ধরনের ‘বিকৃতি’ বলে অভিহিত করেছে। দেশটি জানিয়েছে, রাশিয়ায় সকল জাতি-গোষ্ঠীর মানুষরা এক পরিবারভুক্ত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেল থেকে এক পোস্টে বলেন, চেচেন ও বুরিয়াতরা আমাদের বৈচিত্র্যপূর্ণ দেশের প্রতিনিধিত্ব করে। আমরা সবাই মিলে নিজেদের ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করি। তবে ওই সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি শুধু বলেন, উভয় পক্ষেই নিষ্ঠুরতার অনেক খবর তার কাছে আছে। উল্লেখ্য, চেচেনরা রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে বসবাস করে। তারা দেশটির চেচনিয়া অঞ্চলের একটি জাতিগোষ্ঠী। তাদের বেশিরভাগই মুসলিম। বুরিয়াতরা হলো রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের আদিবাসী এক মঙ্গোল জাতিগোষ্ঠী। তারা ঐতিহ্যগতভাবে বৌদ্ধ এবং শামানিক বিশ্বাস ব্যবস্থা অনুসরণ করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ