Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাকচালকদের ধর্মঘটে ১২৩ কোটি ডলারের ক্ষতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বেতন বাড়ানোর দাবিতে দক্ষিণ কোরিয়ায় ট্রাকচালকদের ধর্মঘট নবম দিনে গড়িয়েছে। এতে দেশটি ১ লাখ ৬০ হাজার কোটি ওনের (১২৩ কোটি ডলার) রফতানি হারিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও জ্বালানিমন্ত্রী লি চ্যাং ইয়াং। সরকার ও ইউনিয়ন দ্রুত সমঝোতায় না এলে ধর্মঘট আরো দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নয়দিন ধরে চলা ধর্মঘটে দক্ষিণ কোরিয়ার সরবরাহ ব্যবস্থা বিপর্যয়ে পড়েছে। দেশটির প্রায় ২০ হাজার ট্রাকচালক এ ধর্মঘটে যোগ দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ধর্মঘটের প্রথম সাতদিনে সিমেন্ট, রড, অটো ও জ্বালানি তেল পরিশোধন শিল্পগুলো ১ লাখ ৬০ হাজার কোটি ওন মূল্যের রফতানি হারিয়েছে। এর মধ্যে ৭৩ হাজার ১৩০ কোটি ওন মূল্যের ৫ লাখ ৬২ হাজার ৬০০ টন ইস্পাত, ৩১ হাজার ৯২০ কোটি ওন মূল্যের ৬ হাজার ৭০৭ ইউনিট গাড়ি এবং ৪৪ হাজার ২৬০ কোটি ওন মূল্যের ২ লাখ ৫৯ হাজার ২৩৮ লিটার জ্বালানি তেলের রফতানি বাধাগ্রস্ত হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ