Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিএনএন থেকে চাকরি গেলো শতাধিক কর্মীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বড় ধরনের ছাঁটাইয়ের কবলে পড়েছে আন্তর্জাতিক নিউজ নেটওয়ার্ক সিএনএন’র শতাধিক কর্মী। প্রতিষ্ঠানটি থেকে একযোগে এত কর্মী ছাঁটাইকরা হয়েছে যা এ বছরের মধ্যে আর কোথাও ঘটেনি। জিও টিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে টেলিভিশনটির সিইও পদে দায়িত্ব গ্রহণ করেন ক্রিস লিক্যাট। তিনি বলেন, চাকরি থেকে ছাঁটাই করা কর্মীরা অনেক দক্ষ ছিলেন। তাদের হারানোটা সত্যিই কষ্টদায়ক। ছাঁটাই করা কর্মীদের উদ্দেশ্যে সিএনএন’র প্রকাশিত বার্তায় বলা হয়, আপনাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত মাসে প্রতিষ্ঠানটির কর্মীদের সতর্ক করে নতুন সিইও জানান, কর্মী সংকটের মাঝে কাজ করতে হবে।কর্মীদের কাজের উপরই প্রতিষ্ঠানটি টিকে থাকার বিষয়টি নির্ভর করবে। সিএনএন থেকে কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে সেটি প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে শতাধিক। প্রতিষ্ঠাটিতে ৪ হাজার ৪০০ জন কর্মী ছিলেন। সিএনএন’র বিজ্ঞাপন কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু সিএনএন নয়, অন্যান্য মিডিয়াও একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে রয়েছে- এএমসি নেটওয়ার্ক। এ প্রতিষ্ঠানটিও ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ