Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর নিউ ইয়র্ক, সিঙ্গাপুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

 বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে উঠে এসেছে নিউ ইয়র্ক ও সিঙ্গাপুর। ইকনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এ তথ্য মিলেছে বলে জানিয়েছে বিবিসি। এবারই প্রথম নিউ ইয়র্ক এ তালিকার শীর্ষে এল। গতবছর শীর্ষে থাকা তেল আবিব এবার তৃতীয় স্থানে নেমে গেছে। মোটের উপর চলতি বছর বিশ্বের বড় বড় শহরগুলোতে জীবনযাপনের খরচ গড়ে ৮ দশমিক ১ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে ইআইইউ-র জরিপ প্রতিবেদন। খরচ বৃদ্ধির পেছনে ইউক্রেইন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারীর কারণে সরবরাহ চেইনের ওপর পড়া প্রভাবকে দায়ী করা হচ্ছে। মূল্যস্ফীতি সবচেয়ে বেড়েছে ইস্তাম্বুলে, এখানে পণ্যের দাম বেড়েছে ৮৬ শতাংশ; এরপর আছে বুয়েনস আইরিস ৬৪ শতাংশ এবং তেহরানে ৫৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের চড়া মূল্যস্ফীতিও নিউ ইয়র্কের ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে উঠে আসার অন্যতম কারণ। আর এ কারণেই ইআইইউ-র এ বছরের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ দশে লস এঞ্জেলস ও সান ফ্রান্সিকোণ্ডও জায়গা করে নিয়েছে। ডলার শক্তিশালী হওয়াও ব্যয়বহুল শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য দেখার আরেকটি কারণ। রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গ যথাক্রমে ৮৮ ও ৭০ ঘর টপকে তালিকার ৩৭ ও ৭৩-এ স্থান করে নিয়েছে। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় পশ্চিমা নিষেধাজ্ঞার ফলাফলও শহরদুটির উপরে ওঠার পেছনে ভূমিকা রেখেছে। ইআইইউ-র এই জরিপে ১৭৩টি শহরের পণ্য ও সেবার দাম মার্কিন ডলারে কত, তার তুলনা করা হলেও এ বছরের পর্যালোচনায় কিইভকে রাখা হয়নি। গবেষণাটির নেতৃত্বে থাকা উপসানা দত্ত বলেছেন, ইউক্রেইনে যুদ্ধ, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চীনের ‘শূন্য কোভিড নীতি’ সরবরাহ-চেইনে সমস্যা সৃষ্টি করছে। “এর সাথে ক্রমবর্ধমান সুদের হার ও বিনিময় হারে বদল মিলে বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয়ে সংকট সৃষ্টি করেছে,” বলেছেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ