Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বাসরুদ্ধকর ম্যাচে পর্তুগালকে হারিয়ে নকআউটে কোরিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১১:০০ পিএম | আপডেট : ৫:০৯ এএম, ৩ ডিসেম্বর, ২০২২
ফুটবল বিশ্বকাপে একটা কথা খুব প্রচলিত আছে।নকআউটের উঠার জন্য অন্য দলের মুখাপেক্ষী হতে না হলে গ্রুপ পর্বে অতন্ত ছয় পয়েন্ট চাই। প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে পর্তুগাল সে কাজটা সেরে রেখেছিল আগেই।তাই আজ শেষ ম্যাচে কোরিয়ার বিপক্ষে ম্যাচের ফলাফল যাই হোক না কেন রোনালদোরা পরবর্তী রাউন্ডে যেত গ্রুপ সেরা হয়েই।তবে এই ম্যাচের উপর ফলাফলের উপর নির্ভর করেছিল কোরিয়া-উরুগুয়ের নকআউট ভাগ্য।
 
দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য জয়ের দরকার ছিল কোরিয়ার।গ্রুপের অন্য ম্যাচে ঘানাকে ২-০ গোলে এগিয়ে উরুগুয়ের প্রার্থনাও ছিল ম্যাচটা পর্তুগাল জিততে না পারলেও অন্তত যেন ড্র করে।তবে তাদের প্রার্থনা কাজে লাগেনি।নাটকীয় ম্যাচে একেবারে শেষ মুহূর্তে পাওয়া গোলে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে রুপকথার জন্ম দিল এশিয়ান দেশটি।উরুগুয়েকে টপকে গ্রুপের দ্বিতীয় হিসেবে নকআউটে উঠে গেল সন হিউং মিনের কোরিয়া।
 
 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ