Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া সমাবেশে গেলে মুক্তির দরখাস্ত মিথ্যা প্রমাণিত হবে

নারায়ণগঞ্জে আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অনেকে বলছেন, ডিসেম্বারের ১০ তারিখে খালেদা জিয়াকে দিয়ে বক্তৃতা দেওয়াবেন। কিন্তু আদালতে যে দরখাস্ত দিয়ে তাকে মুক্তি করে ছিল আইনজীবীরা সেই আবেদনে পরিস্কার ভাবে লেখা ছিল তার শারীরিক অবস্থা এতই খারাপ যে, তিনি চলাফেরা করতে পারেন না। তাকে অবশ্যই মুক্তি দিয়ে চিকিৎসা করাতে হবে। খালেদা জিয়া যদি ১০ তারিখে সমাবেশে যায় তাহলে সেই দিনের দরখাস্ত মিথ্যা প্রমানিত হবে।

গত বৃহস্পতিবার রাত ৯টায় নারায়ণগঞ্জের আদালতপাড়ায় সেলিম ওসমান বার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০০৭ ও ২০০৮ সালে যখন তত্বাবধায়ক সরকার ছিল তখন খালেদা জিয়ার বিরুদ্ধে দুইটির অধিক দুর্ণীতির মামলা করা হয়। তদন্ত করা হয়, এফআইআর করা হয়, চার্জশীট করা হয়। প্রতিটি সময়ই খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে শরণাপন্ন হন। তারা শুধু নিম্ন আদালতে না, যেতে যেতে আপিল বিভাগে গিয়েছেন। সেখান থেকে বলে দিয়েছে বিচারিক আদালত হয়ে মামলা শেষ করতে হবে। সেই মামলায় বিচারিক আদালতে বিচার হয়েছে, সাজাও হয়েছে। একটি মামলায় পুনরায় আপিল করেছেন সেটিতে আবার হাইকোর্ট সাজা বাড়িয়েছে। আরেকটিতে বিচারিক আদালতে সাজা দিয়েছে। তারপরে তিনি জেলে গেছেন। জেলে থাকাকালীন অবস্থায় তার পরিবার থেকে দরখাস্ত করা হয়েছে, সেখানে বলা হয় তার অত্যান্ত শরীর খারাপ। তাকে জেল থেকে ছাড়িয়ে চিকিৎসা করাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার মহানুভবতায়, ৪০৮ ধারায় দণ্ডাদেশ স্থগিত করেছে। ২ শর্তে তাকে মুক্তি দিয়েছে।

মন্ত্রী বলেন, আমি শুনি এখনও বলে বিএনপির নেতাকর্মী তাকে মুক্তি দিতে হবে। কালকে খবরের কাগজে দেখিছি উনাকে মুক্তি দিতে হবে। উনিতো মুক্ত হয়েই আছে। উনি উনার বাসায় আছে, প্রায় সময়ই চিকিৎসা নিতে হাসপাতালে যান। তাহলে উনাকে মুক্তি দেওয়ার কি আছে। অনেকে বলছেন ডিসেম্বারের ১০ তারিখে খালেদা জিয়াকে দিয়ে বক্তৃতা দেওয়ানো হবে। আমি বলবো খালেদা জিয়া যদি ১০ তারিখে সমাবেশে যায়, তাহলে সেই দিনের দরখাস্ত মিথ্যা প্রমানিত হবে।

আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, আজকে যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা সোচ্চার। সেদিন বঙ্গবন্ধুকে যে রকম ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল, হত্যার উদ্দেশ্য ছিল, বাংলাদেশকে হত্যা করা। আজকেও তারা শেখ হাসিনা সরকারের কারণে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন থামিয়ে দিতে চাইছে। সেই ষড়যন্ত্রের মধ্যে অনেক কিছুই থাকতে পারে।
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল আমীন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ