Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি বছরেই চট্টগ্রামে হাই কোর্টের সার্কিট বেঞ্চ : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

চলতি বছরের মধ্যেই চট্টগ্রামে হাই কোর্টের সার্কিট বেঞ্চ দেখা যাবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ‘মিলনমেলায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আপনারা বলেছেন সার্কিট বেঞ্চের কথা। আমি আপনাদের একটা সুখবর দিই। সেটা হচ্ছে, নতুন প্রধান বিচারপতি যিনি হয়েছেন, তার সাথে আমার এই সার্কিট বেঞ্চের ব্যাপারে আলাপ হয়েছে। তিনি শিগগিরই এটা বিবেচনায় নেবেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইন মন্ত্রনালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন যোগ দেন। ১৯৮৯ সালে চট্টগ্রামের আইনজীবী মোজাম্মেল হোসেনের নেতৃত্বে দেশের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে হাই কোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। ‘হাই কোর্ট সার্কিট বেঞ্চ বাস্তায়ন পরিষদ, চট্টগ্রাম’ প্রায় ৩৩ বছর ধরে এ দাবিতে আন্দোলন করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে হাই কোর্টের সার্কিট বেঞ্চ : আইনমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ