মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের মেডিকেল অ্যাসোসিয়েশনের সাময়িকীর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় মৃতের সংখ্যা ছিল গত ৩০ বছরে সর্বোচ্চ।
গত বছর প্রত্যেক ১ লাখ মার্কিনীর ১৪.৭ জন বন্দুক সহিংসতায় নিহত হয়। ২০০৪ সালে এ সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে ছিল। তবে ২০১০ সাল থেকে তা বাড়ছে।
প্রতিবেদনটির লেখকদের অন্যতম হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এরিক ফ্রিগলার। তিনি বলেছেন, মহামারি চলাকালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় মৃতের সংখ্যা বেড়েছে। অর্থনৈতিক দুরাবস্থা ও মানসিক স্বাস্থ্যের সংকট হলো বন্দুক বিক্রি বৃদ্ধির মূল কারণ।
মার্কিন ওয়েবসাইট "গান ভায়োলেন্স ফাইল" প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বছর যুক্তরাষ্ট্রে ৬১৮টি গুরুতর গুলির ঘটনার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৪ জন মারা গেছে এবং সর্বমোট আহত হয়েছে ৪০ হাজারের বেশি মানুষ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আবারও যুক্তরাষ্ট্রে হামলাযোগ্য অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন। তবে, বন্দুকের অধিকারে সোচ্চার লোকেরা তার বিরোধিতা করেছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।