Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে বিপদে ক্যারিবিয়ানরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ৭:২৪ পিএম | আপডেট : ৭:৫১ পিএম, ২ ডিসেম্বর, ২০২২

ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে চালকের আসনে অস্ট্রেলিয়া। অজিদের রান পাহাড়ে জবাব দিতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো শুরুর পর খেই হারাল ওয়েস্টইন্ডিজ। কিন্তু দুই তারকা পেসার প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের তোপের মুখে তারা করতে পারল না তিনশ রানও।

তবে ক্যারিবিয়ানদের ফলোঅন না করিয়ে ফের ব্যাটিংয়ে নেমে অজিরা দ্রুত হারাল উসমান খাওয়াজার উইকেট। শুক্রবার পার্থে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে নিজেদের অবস্থান মজবুত করেছে স্বাগতিকরা।

আগের দিন বিনা উইকেটে ৭৪ রান তোলা ক্যারিবিয়ানরা এদিন কাজে লাগাতে পারেনি শক্ত ভিত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ২৮৩ রানে গুটিয়ে গেছে দলটি।

ফলে শুক্রবার ৩১৫ রানের বিশাল লিড পাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে তুলেছে ২৯ রান। তারা সফরকারীদের চেয়ে ৩৪৪ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে লাবুশেন-স্মিথের ডাবল সেঞ্চুরিতে মাত্র ৪ উইকেটে ৫৯৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ