Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার জেলেনস্কির সঙ্গে যুদ্ধের ময়দানে বেয়ার গ্রিলস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১:৩৮ পিএম

সাপ থেকে কেন্নো। উট থেকে ওরাংওটাং। কোন কিছুতেই অরুচি নেই তার। মেক্সিকো থেকে শুরু করে মাদাগাস্কারের পাণ্ডববর্জিত স্থানও তার অগম্য নয়। এমন বেয়ার গ্রিলসকে এবার দেখা গেল ইউক্রেনে। সম্প্রতি, যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন তিনি।

সম্প্রতি, ইউক্রেনের রাজধানী কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করেন প্রাক্তন ব্রিটিশ কমান্ডো বেয়ার গ্রিলস। ইনস্টাগ্রামে এই সাক্ষাতের বেশ কয়েকটি ছবিও দিয়েছেন ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ খ্যাত টিভি শো সঞ্চালক। সেই প্রসঙ্গে ইনস্টাগ্রামেই গ্রিলস লেখেন, ‘চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কিছু সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। এই অভিজ্ঞতা অভূতপূর্ব। যুদ্ধের মাঝেই শীতের মরশুমের মুখোমুখি হতে চলেছে দেশটি। কিন্তু পরিকাঠামোয় লাগাতার হামলার জন্য লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকার প্রবল লড়াই চালাতে হচ্ছে।’

বেয়ার গ্রিলস জানিয়েছেন, দ্রুত টিভির পর্দায় জেলেনস্কির লড়াই দেখানো হবে। ‘I got so much more’ শীর্ষক প্রোগ্রামে উঠে আসবে অনেক অজানা তথ্য। ইনস্টাগ্রামে গ্রিলস লেখেন, ‘এই প্রোগ্রামে জেলেনস্কির সম্পূর্ণ অজানা দিক বিশ্বের সামনে উঠে আসবে। আমি তার (জেলেনস্কি) কাছে জানতে চাই কীভাবে তিনি এত কিছু সামলাচ্ছেন।’ এদিকে, বেয়ার গ্রিলসের পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। গ্রিলস-জেলেনস্কি জুটিকে এক সঙ্গে দেখার জন্য অনেকেই প্রবল আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোয়ে বেয়ার গ্রিলসের সঙ্গে আগেও রাষ্ট্রনেতাদের দেখা গিয়েছে। ২০১৯ সালে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ (Man vs Wild) বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তবে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের আবহে জেলেসস্কির সঙ্গে গ্রিলসের সাক্ষাৎ সম্পূর্ণ অন্যমাত্রা পেয়েছে। অনেকেই বলছেন, এবার কি তাহলে ম্যান ভার্সাস রাশিয়া! সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ