নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আলোক স্বল্পতায় দিনের খেলা হলো ১৫ ওভার কম। যেন নিস্তার পেলেন পাকিস্তানি বোলাররা। বলতে গেলে দিনভর তাদের উপর নির্মম প্রহারই চালালেন ইংল্যান্ডের ব্যাটাররা। সেঞ্চুরি এলো চারটি, সাদা পোশাকে দেখা গেল টি-টোয়েন্টির ব্যাটিং। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দিনে এই প্রথম কোন দল করে দেখাল পাঁচশোর বেশি রান।
গতকাল রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৭৫ ওভারে ইংল্যান্ড তুলেছে ৪ উইকেটে ৫০৬ রান। ওভারপ্রতি রান এসেছে ৬.৭৪ করে! সেঞ্চুরি করেছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ ও হ্যারি ব্রুক। তাদের স্ট্রাইকরেট দেখলেও চোখ কপালে উঠার দশা হবে। ক্রলি ১২২ রান করেছেন ১১১ বলে। ডাকেট ১১০ বলে ১০৭ রানই মন্থর। পোপ ১০৪ বলে করেন ১০৮। ব্রুক মাত্র ৮১ বলে অপরাজিত আছেন ১০১ রানে। এদিন পাকিস্তানের ৬ বোলারের মধ্যে ওভারপ্রতি ৬ রানের নিচে দিতে পেরেছেন কেবল একজন। তার ইকোনমি রেটও ৫.৬৪! টেস্টের প্রথম দিনে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ১৯১০-১১ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে তারা করেছিল ৪৯৪ রান। ১১২ বছর পর সেই রেকর্ড ভেঙে ফেলল বেন স্টোকসের দল। রাওয়ালপিন্ডির রান প্রসবা উইকেটে শুরু থেকেই তাণ্ডব বইয়ে দিতে থাকেন ক্রলি-ডাকেট। উদ্বোধনী জুটিতে ৩৫ ওভারে চলে আসে ২৩৩ রান! জহির মাহমুদের বলে ১১০ বলে ১৫ চারে ১০৭ করে ফেরেন ডাকেট। ২১ চারে ১২২ রানের ইনিংস খেলে হারিস রউফের বলে বোল্ড হন ক্রলি। বাকিদের রান বন্যার মাঝে ব্যর্থ ছিলেন সাবেক অধিনায়ক জো রুট। এরপর জমে উঠে পোপ-ব্রুক জুটি। চতুর্থ উইকেটে ১৪৯ বলে তারা তুলেন ১৭৬ রান। মোহাম্মদ আলির বলে ফেরার আগে ১৪ চারে ১০৮ করে যান পোপ। অধিনায়ক স্টোকস নেমে তোলেন ঝড়। বিকেলের আলোয় লাল বলে খেলতে থাকেন টি-টোয়েন্টির ব্যাটিং। মাত্র ২৫ বলে অবিচ্ছিন্ন জুটিতে আসে ৪৪ রান। মাত্র ১৫ বলে ৬ চার, ১ ছক্কায় ইংল্যান্ড অধিনায়ক অপরাজিত আছেন ৩৪ রানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।