Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্টার্স অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম


কেউ চাকরি করছেন, কেউবা ব্যবসা। আবার কেউ অবসরে গেছেন। তারা ফিল্ড অ্যান্ড ট্র্যাক ছেড়েছেন অনেক আগে। তবুও অ্যাথলেটিক্সের প্রতি মায়া ছাড়তে পারেননি। তাই প্রতি বছর দুই বাংলার (ভারতের কলকাতা ও বাংলাদেশ) সাবেক অ্যাথলেটরা ‘মাস্টার্স অ্যাথলেটিক্স’ নামে মিলিত হন একটি টুর্নামেন্টের মাধ্যমে। আজ পল্টন ময়দানে বসছে দুই দেশের সম্প্রতির এই আসর। যেখানে অংশ নিচ্ছেন প্রায় আড়াইশ’ সাবেক অ্যাথলেট। ৯টি করে পুরুষ ও নারী ক্যাটাগরিতে প্রায় ১৪০টি ইভেন্টে অংশ নেবেন এই অ্যাথলটরা। সকালে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও অ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি, জাতীয় সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ