মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এশিয়ান এক বয়স্ক নারীকে একশোর বেশি ঘুষি মেরে গুরুতর আহতের দায়ে অভিযুক্তকে ১৭ বছর পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রসিকিউটররা এ রায় দেন। জেলা অ্যাটর্নি মিরিয়াম রোকাহ সংবাদ সম্মেলনে বলেন, ওয়েস্টচেস্টার কাউন্টিতে দেখা সবচেয়ে সহিংস ও মর্মান্তিক বিদ্বেষমূলক অপরাধগুলোর একটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, গত সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত হয়েছিলেন তামেল এসস্কো (৪২)। সাড়ে ১৭ বছর রাষ্ট্রীয় কারাগারে থাকবেন তিনি। আর মুক্তি পর ৫ বছর পর্যবেক্ষণে থাকবেন। গত ১১ মার্চ ফিলিপাইন বংশোদ্ভূত ৬৭ বছর বয়সী ওই নারী নৃশংস হামলার শিকার হন। এ ঘটনায় একটি ভিডিও প্রকাশ করেছে ইয়োঙ্কার্স পুলিশ। তাতে দেখা গেছে হেঁটে যাওয়ার সময় বিদ্বেষমূলক কথা বলেন আসামি এস্কো। এরপরই তার ওপর হামলা চালায়। মাথায় ঘুষি মারলে লুটিয়ে পড়েন ওই নারী। ভিডিওতে দেখা গেছে, ১০০ বারের বেশি ঘুষি ও থুতু মারে সে। প্রসিকিউটররা জানিয়েছেন, ওই নারীর মাথায় গুরুতর আহত হওয়ায় রক্তক্ষরণ হয়। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।