Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব বাণিজ্যের ক্ষতি করছে মার্কিন মুদ্রাস্ফীতি হ্রাস আইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ৭:৩৬ পিএম

আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র শু ইয়ু থিং বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে সংস্থার সংশ্লিষ্ট কমিটিতে থেকে সদস্য দেশগুলোর বাণিজ্যিক ব্যবস্থা এবং এর প্রভাবের ওপর দৃষ্টি রাখা হলো চীনের অধিকার চর্চার নির্দিষ্ট এবং নিয়মানুগ পথ।

তিনি বলেন, পেশাদার দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইনের’ সংশ্লিষ্ট ধারা কীভাবে বিশ্ব সংস্থার নিয়ম লঙ্ঘন করতে পারে তা তুলে ধরেছে বেইজিং। তিনি বলেন, চীন মনে করে, যুক্তরাষ্ট্রের এ আইন আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাকে নষ্ট করেছে। আন্তর্জাতিক বাণিজ্য বিধিতে মার্কিনীদের ডাবল স্ট্যান্ডার্ড এবং শক্তি দেখানোর আচরণের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে চীন। পাশাপাশি, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ও কর্তব্য কঠোরভাবে পালন এবং কার্যকরভাবে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার কর্তৃত্ব এবং বৈধতা রক্ষা করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে চীন।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে অর্থনৈতিক বিশ্বায়ন নানা সমস্যার মুখে পড়েছে। বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার মন্থর রয়েছে। বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে সংস্থার ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফলাফল বাস্তবায়নের জন্য অন্য সব সদস্যের সঙ্গে কাজ ও সংস্থার সংস্কার আলোচনায় সম্পূর্ণ ও গভীরভাবে অংশগ্রহণ করতে আগ্রহী চীন।

একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা এবং আরও ভালো ভূমিকা পালনে বিশ্ব বাণিজ্য সংস্থাকে সমর্থন, বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখা এবং যত দ্রুত সম্ভব বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে অবদান রাখতে ইচ্ছুক বেইজিং। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ