Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে অন্ধত্ব থেকে পক্ষাঘাত সারাবেন, বিস্ফোরক দাবি মাস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ৭:৩৩ পিএম

টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক সম্প্রতি খবরের শিরোনামে রয়েছেন টুইটার কেনা ও তারপর থেকে লাগাতার কর্মী ছাঁটাইয়ের কারণে। কিন্তু এবার তিনি এক আশ্চর্য দাবি করে সকলে চমকে দিয়েছেন। তার দাবি, আর ৬ মাসের মধ্যেই নতুন চমক দিতে চলেছেন তিনি। কী সেই চমক?

মাস্কের দাবি, তার সংস্থা নিউরোলিঙ্ক মানুষের মস্তিষ্কে কয়েনের আকারের চিপ প্রতিস্থাপন করে দেবেন। মূলত অসুস্থ রোগীদের মস্তিষ্কেই এই প্রতিস্থাপন করা হবে। এর মাধ্যমে মানব মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে জুড়ে দেয়া যাবে। মাস্কের এমন দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তবে এই ধরনের প্রতিস্থাপনের দাবি এবছরই প্রথম করল না মাস্কের সংস্থা। ২০২১ সালেই তারা জানিয়েছিল, তারা দুটি বাঁদরের মস্তিষ্কে এই চিপ প্রতিস্থাপন করে পরীক্ষা চালিয়েছে। এমনকী এই সংক্রান্ত একটি ভিডিও-ও শেয়ার করা হয়।

বুধবার সন্ধেয় নিউরোলিঙ্কের একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে বক্তব্য রাখেন মাস্ক। তিনি জানিয়ে দেন, এই চিপ লাগানোর পিছনে প্রাথমিক লক্ষ্যই হল, দৃষ্টিহীন ও পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা করা। জন্মান্ধদেরও এর সাহায্যে দৃষ্টি ফিরিয়ে দেওয়া যাবে বলে দাবি তার। সুস্থ করে তোলা যাবে পক্ষাঘাতে ভুগতে মানুষদেরও। আগামী দিন যে কৃত্রিম বুদ্ধিমত্তার হতে চলেছে, সেকথাও বলেন মাস্ক।

উল্লেখ্য, ২০১৬ সালে স্থাপিত ‘নিউরোলিঙ্ক’ নামের সংস্থাটি মানুষের মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করছে। প্রাথমিক ভাবে বাঁদরের মস্তিষ্ক নিয়ে গবেষণা শুরু করে তারা। গত বছরই জানা যায়, বাঁদরটির মাথার ভিতরে ওই চিপ বসিয়ে সরু তার দিয়ে মস্তিষ্কের সঙ্গে সেটির যোগসূত্র তৈরি করা হচ্ছে। তার ফলেই বাঁদরটি নিজের মাথাকে কাজে লাগিয়ে দিব্যি ভিডিও গেম খেলতে পারে! একটি বাঁদর অন্য একটি বাঁদরের সঙ্গে কীভাবে মনে মনে যোগাযোগ তৈরি করতে পারে, সেই দিকটি খতিয়ে দেখতেই মূলত সেটির মস্তিষ্কে ওই চিপ বসানো হয়েছে বলে দাবি করা হয়। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ