মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নজরদারির জন্য সাড়ে পাঁচ হাজার সিকিউরিটি ক্যামেরা স্থাপন করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ প্রকল্পের জন্য দেশটির কেন্দ্রীয় সরকার ৩০ কোটি রুপি বরাদ্দ করেছে। গতকাল বুধবার বিএসএফের মহাপরিচালক পঙ্কজ কুমার সিং এ তথ্য জানান। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিন দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফের বার্ষিক সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক জানান, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের নজরদারির জন্য ক্যামেরা, ড্রোন ও অন্যান্য নজরদারি গ্যাজেটের জন্য সরকার থেকে ৩০ কোটি রুপি বরাদ্দ পেয়েছে বিএসএফ।
পঙ্কজ কুমার সিং বলেন, আমরা প্রায় সাড়ে পাঁচ হাজার নজরদারি ক্যামেরা ও অন্যান্য গ্যাজেট পেয়েছি। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে। তিনি আরও বলেন, অতি শিগগির পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে এসব ক্যামেরা স্থাপন করা হবে।
যদিও সীমান্তের ড্রোন ব্যবহার করে নজরদারির ব্যবস্থা বিভিন্ন প্রতিবন্ধকতা দ্বারা ব্যাহত হয়, যার কোনো চূড়ান্ত সমাধান পাওয়া যায় না। বিএসএফপ্রধান জানান, পাকিস্তান সীমান্তে বিভিন্ন অনুপ্রবেশ, ড্রোন অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধের ঘটনা নজরদারির জন্য বিএসএফ স্বল্পমূল্যের প্রযুক্তি উন্নয়ন করবে।
তিনি আরও বলেন, আমরা সময়ের সঙ্গে সঙ্গে এসবের সামাধান খুঁজে বের করব। ইতোমধ্যে আমরা বিভিন্ন ড্রোন শনাক্ত ও ভূপাতিত করছি। সীমান্তজুড়ে আমরা আমাদের নজরদারি সক্ষমতার পরিমাণ বাড়িয়ে তোলার চেষ্টা করছি। এর মাধ্যমে পশ্চিম ও পূর্ব সীমান্তে (পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত) নজরদারি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার করা হবে।
বিএসএফ জানায়, সীমান্তরক্ষী বাহিনীটি তাদের নিজস্ব প্রযুক্তি দলের সাহায্যে স্বল্পমূল্যের কিছু প্রযুক্তিগত সমাধান বের করেছে। যার মাধ্যমে সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি বাড়াতে সাহায্য করবে। পঙ্কজ জানান, বিদেশি সরবরাহকারীদের প্রযুক্তিগুলো অনেকটা ব্যয়বহুল। তাই বিএসএফ স্থানীয়ভাবে বিভিন্ন সেন্সর ও নজরদারি যন্ত্র উন্নয়ন করছে। সূত্র : হিন্দুস্তান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।