Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডি ভিলিয়ার্সকে অনুকরণ করেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১০:৫৮ এএম

কিস্তানের তারকা ব্যাটার বাবর আজম গেল কয়েক বছর ধরে ব্যাট হাতে চালিয়ে যাচ্ছেন মুগ্ধতা। এবার জানা গেল ক্রিকেটে বাবরের আইডলের নাম। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকেই নিজের আদর্শ মনে করেন এই পাক অধিনায়ক।

ভিলিয়ার্সের খেলা টিভিতে দেখেই পরেরদিন তাকে অনুকরণ করে নেটে অনুশীলন করতেন বাবর। এমনকি মিষ্টার ‘৩৬০’ খ্যাত ভিলিয়ার্সের মতই খেলতে চান বাবর। সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের তারকা এই ক্রিকেটার জানিয়েছেন এসব কথা।


সেই সাক্ষাৎকারে যেমনটা বলেছিলেন বাবর, ‘সত্যি বলতে, এবি ডি ভিলিয়ার্স আমার আদর্শ কারণ আমি তাকে ভালোবাসি এবং সে যেভাবে খেলে ও সে যেভাবে সব শট খেলে। আমি যখনই তাকে টিভিতে দেখি, পরের দিন নেটে গিয়ে সেই শটগুলো খেলার চেষ্টা করি। আমি এবি ডি ভিলিয়ার্সকে অনুকরণ করার চেষ্টা করি এবং তার মতো করে খেলতে চাই। কারণ তার সবকিছুই আমার জন্য আদর্শ।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ