Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবকে বেধড়ক পিটিয়ে ১ ওভারে ৫ ছক্কা হাঁকালেন পুরান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১০:৪৫ এএম

আবুধাবির টি-টেন লিগে সাকিব আল হাসানের এক ওভারে ৫টি ছক্কা হাঁকিয়েছে নিকোলাস পুরান। এদিন ডেকান গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে এমন মার হজম করেন বাংলা টাইগার্সের অধিনায়ক। সেই সঙ্গে সাকিবের দল বাংলা টাইগার্সও ম্যাচ হারে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

বুধবার (৩০ নভেম্বর) আবুধাবি টি-টেন লিগের ২১তম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলা টাইগার্স ও ডেকান গ্ল্যাডিয়েটরস।এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে ক্লার্ক ও লিউস দলকে বেশী দূর নিয়ে যেতে পারেনি। মাত্র ১ রান করে উইসির বলে রাসেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন লিউস। এরপর ক্লার্ক ২৩, ইফতেখার আহমেদ অপরাজিত ৫৪ রান ও অধিনায়ক সাকিব আল হাসান ১৭ রান করলে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১০৮ রান করে বাংলা টাইগার্স।

ডেকানের হয়ে মোহাম্মদ হাসনাইন ২ ওভারে ১২ রান দিয়ে ২টি, উইয়াস ২টি, ওডন স্মিথ ১টি ও রাসেল ১টি করে উইকেট তুলে নেন।

জয়ের জন্য ব্যাট করতে মাঠে নেমে ডেকান গ্ল্যাডিয়েটরসের দুই ওপেনারের ব্যাটে ভর করে জয় তুলে নেয়। ডেকানের দুই ওপেনার টম কোহলার কেডমোর ও নিকোলাস পুরান দু'জনেই ফিফটি তুলে নেন। আর অতিরিক্ত থেকে আসে ৯ রান।

বাংলা টাইগার্সের কোনও বোলারই এদিন ডেকানের ব্যাটসম্যানদের সামনে চাপ তৈরী করতে পারেনি। উল্টো বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের ১ ওভারে ৫টি ছয় মারেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ