Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাব পরায় লন্ডনের রাস্তায় মুসলিম নারী অপদস্থ

কোনো প্ররোচনা ছাড়াই দুই শ্বেতাঙ্গ যুবক হামলা চালায়

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লন্ডনের রাস্তায় হিজাব পরার কারণে অপদস্থ হলেন এক মুসলিম নারী। দুই শ্বেতাঙ্গ তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তার হিজাব খুলে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে হামলাকরীরা তাকে মাটিতে ফেলে দিয়ে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায় এবং হিজাব ধরে টানতে থাকে। এ ঘটনাকে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ইসলামবিরোধী ভয়াবহ আক্রমণ হিসেবে উল্লেখ করেছে। ঘটনাটি ঘটেছে লন্ডনের চিংফোর্ডের ওল্ড চার্চ রোডে একটি তুর্কি রেস্তরাঁর বাইরে প্রকাশ্য স্থানে। ওই সময় ওই নারী হিজাব পরে সেখানকার জনপ্রিয় ও ব্যস্ত শপিং এলাকার রাস্তা দিয়ে হাঁটছিলেন। মেট্রোপলিটন পুলিশ বলেছে, এ সময় কোনো প্ররোচনা ছাড়াই দুই শ্বেতাঙ্গ যুবক তার ওপর হামলা চালায়। তারা ওই নারীর হিজাব খুলে নেয়ার চেষ্টা করে। খবরে বলা হয়, এরপর তাকে রাস্তায় ফেলে দেয়। টানতে থাকে হিজাব ধরে। এভাবে কতক্ষণ তাকে অপদস্থ করার পর তারা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পার্শ্ববর্তী একটি তুর্কি রেস্তরাঁর এক ওয়েটার বলেছেন, তাদের রেস্তরাঁর বাইরে একটি চেয়ারে বসার চেষ্টা করছিলেন ওই নারী। এ সময় তিনি কাঁপছিলেন। চেয়ারে বসার জন্যও যেন শক্তি ছিল না তার। তিনি অনেক চেষ্টা করে বসার চেষ্টা করলেন। ওই ওয়েটার বলেছেন, আমরা ভেবেছিলাম তিনি আমাদের একজন কাস্টমার। তাই আমরা বাইরে গিয়ে তার কাছে জানতে চাই, তার কিছু লাগবে কিনা। কিন্তু দেখতে পাই তিনি থর থর করে কাঁপছেন। আর কাঁদছেন। এ সময় তিনি তার ওপর চালানো হামলার বর্ণনা দেন। এ সময় তাকে ভীষণ হতাশ দেখা যাচ্ছিল। তিনি আমাদের রেস্তরাঁর ভেতর বসে জরুরি নম্বর ৯৯৯ এ কল করে অপেক্ষা করছিলেন পুলিশি সাড়ার জন্য। ওই ওয়েটার আরো বলেন, আমাদের এ এলাকায় এর আগে কখনো এমন হামলার কথা শুনিনি। এই নারীর ওপর যারাই হামলা চালিয়েছে তাদের অন্য মানুষের সঙ্গে সম্পর্ক আছে। তবে তারা কারা তা আমরা জানি না। এ অবস্থায় লন্ডন এম্বুলেন্স সার্ভিসের প্যারামেডিকদের ডাকা হয়। তারা তার ক্ষতের চিকিৎসা দিয়ে নিয়ে যান হাসপাতালে। উল্লেখ্য, ২৩ জুন বৃটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ব্রেক্সিট গণভোটের পর বৃটেনজুড়ে ঘৃণাপ্রসূত বিদ্বেষ বা হেট ক্রাইম বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন পর্যবেক্ষকরা। এমন হামলা চলানো হচ্ছে মুসলিম, ইহুদি, অভিবাসী ও এলজিবিটি সম্প্রদায়ের মতো সংখ্যালঘুদের বিরুদ্ধে। ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের তথ্যমতে, ব্রেক্সিট ভোটের পরের সপ্তাহে এ জাতীয় অপরাধ বৃদ্ধি পেয়েছে শতকরা ৫৮ ভাগ। তারপর থেকে এখনো এ অপরাধের প্রবণতা একই রকম আছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ওয়েবসাইট।



 

Show all comments
  • শহিদুল ইসলাম ১৯ ডিসেম্বর, ২০১৬, ২:৪০ এএম says : 0
    বিশ্ব নারীবাদিরা এখন চুপ কেন ?
    Total Reply(0) Reply
  • মোজাম্মেল ১৯ ডিসেম্বর, ২০১৬, ১১:১৯ এএম says : 0
    মুসলমানদের জন্য মানবাদিকার নেই? আজ যদি বিদরমি দেরকে এমন করা হত তারা কি চুপ থাকতো
    Total Reply(0) Reply
  • Mirazul Islam ১৯ ডিসেম্বর, ২০১৬, ১১:২৯ এএম says : 0
    this is not right.every people have own choice.
    Total Reply(0) Reply
  • Solaiman ১৯ ডিসেম্বর, ২০১৬, ৩:২৩ পিএম says : 1
    আমার মন্তব্য কে শুন্বে ? মুসলমানের উপর এই অত্যেচার ।
    Total Reply(0) Reply
  • বারী ১৯ ডিসেম্বর, ২০১৬, ৭:৫৬ পিএম says : 0
    এই বৃটেনই নিজেদেরকে পৃথীবিতে সবচাইতে সভ্যজাতি দাবী করে। এদের মত বর্ন বিদ্বেসী আর মনে হয় কোন জাত নেই এ ধরায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ