Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রোন চুরি করেছে চীন : ট্রাম্প

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীনসাগর থেকে মার্কিন আন্ডারওয়াটার ড্রোন জব্দ করা নিয়ে চীনকে চোর বলে তিরস্কার করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, চীন আন্তর্জাতিক নৌসীমা থেকে মার্কিন নৌবাহিনীর গবেষণা কাজে চালিত ড্রোন চুরি করেছে। নজিরবিহীনভাবে আইনের তোয়াক্কা না করে তারা ডোনটি চীনে নিয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইনসম্মতভাবে দক্ষিণ চীনসাগরে পানিতে সমীক্ষা চালাচ্ছিল ওই মার্কিন আন্ডারওয়াটার ড্রোন। বৃহস্পতিবার চীনা নৌবাহিনী ফিলিপাইনের সুবিক উপকূল থেকে ৫০ নটিক্যাল মেইল দূরে ড্রোনটি জব্দ করে। একটি চীনা যুদ্ধজাহাজ ইউইউভি (আনমেনড আন্ডারওয়াটার ভেহিকেল) শনাক্ত করে। শুক্রবার মার্কিন কর্মকর্তারা ড্রোনটি ফেরত দেয়ার জন্য চীনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ড্রোনটি এক ধরনের ন্যাভাল গ্লাইডার যা পানির তাপমাত্রা ও লবণাক্ততা পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছিল। ট্রাম্প বলেছেন, চীন ড্রোনটি চুরি করেছে। তিনি বলেন, চীনকে আমাদের বলা উচিত তারা যে ড্রোনটি চুরি করেছে সেটি আমরা ফেরত চাই না। সেটা তাদের কাছেই থাকুক। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ