মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। এতে মানুষ আনন্দ প্রকাশ করলেও কিছু কর্মী এ অফারে অবহেলাও দেখিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, কলকাতার এক ব্যক্তির একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, যিনি বিয়ের আসরেও ল্যাপটপ নিয়ে বসে নিজের কাজে ব্যস্ত ছিলেন। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, মণ্ডপে বসে বর ও পণ্ডিত নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এ ছবি প্রকাশ্যে আসার পর ভারতের মানুষও এটি নিয়ে মজার মজার মন্তব্য করছেন।
এক ব্যক্তি লিখেছেন, কর্মীদের তাদের বিয়ের দিন কাজ করানো কোনো কোম্পানির উচিৎ নয়। ছবির একটি অ্যাকাউন্টে লিখেছেন যে, ব্যক্তির জীবন এবং কাজের ভারসাম্য বজায় রাখা শিখতে হবে। সূত্র : ইনস্টাগ্রাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।