মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জেহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা পুনরায় দখলের পর সেখানে চলতি সপ্তাহে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৮ বিদ্রোহী নিহত হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার আন্তর্জাতিক জোটের বিমান হামলায় আইএস-এর ১৪টি ট্যাঙ্ক এবং একটি বিমান-বিধ্বংসী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পালমিরায় রুশ বিমান-বিধ্বংসী ব্যবস্থাও আইএস-এর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে আইএস-এর বিমানে হামলা করার মতো ক্ষমতাও বিমানে হামলা করার ক্ষমতাও রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, চলতি সপ্তাহে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৮ আইএস জেহাদি নিহত হয়েছে। পালমিরার তিয়াস বিমানঘাঁটির কাছে চালানো এসব হামলার ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী নগরীর পশ্চিমের কিছু অংশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে বলেও সিরিয়ান অবজারভেটরি জানায়। উল্লেখ্য, গত বছরের মে মাসে পালমিরার দখল নেয় আইএস। পরে চলতি বছরের মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী ওই নগরীকে আইএস-এর দখলমুক্ত করে। তখন ওই ঘটনাকে আইএস-এর বিরুদ্ধে লড়াই বড় অগ্রগতি বলে উল্লেখ করেছিলেন আসাদ। পালমিরা পুনর্দখলের পর আলেপ্পো আর দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দিকে অভিযান শুরু করে সিরীয় বাহিনী। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।