Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

ইতিহাসের রাত ফ্রাপার

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ছেলেদের শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনার দায়িত্ব আগেও পালন করেছেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপা। তবে এবার ভিন্ন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে তার। ছেলেদের বিশ্বকাপে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। আল বাইত স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে জার্মানি ও কোস্টা রিকা। আগের দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, এই ম্যাচে মূল রেফারি হিসেবে থাকবেন ফ্রাপা। ফুটবল ইতিহাসে আগেই নাম লিখিয়েছেন ৩৮ বছর বয়সী ফ্রাপা। ফ্রান্সের লিগ ওয়ান ও উয়েফা চ্যাম্পিয়নশিপে দায়িত্ব পালন করা প্রথম নারী রেফারি তিনি। গত সপ্তাহে ‘সি’ গ্রুপের পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচে চতুর্থ অফিসিয়াল হিসেবে ছিলেন ফ্রাপা। ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ে কাজ করা প্রথম নারী রেফারিও ছিলেন তিনি। ফ্রাপার সহকারী হিসেবেও থাকবেন দুই নারী রেফারি-ব্রাজিলের নেউজা বাক ও মেক্সিকোর কারেন দিয়াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ