Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জবাবটা মাঠেই দিলেন ফন গাল

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। স্বাভাবিকভাবেই এতে খুশি নেদারল্যান্ডস কোচ লুইস ফন গাল। তবে খেলার ধরন নিয়ে সমালোচনায় মেজাজ হারিয়েছেন ডাচ কোচ। তিনি বলেছেন, যা বলা হচ্ছে মোটেও তেমন খারাপ পারফরম্যান্স নয় তাদের। ‘এ’ গ্রুপ থেকে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের টিকেট পেয়েছে নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে গত মঙ্গলবার কাতারকে তারা হারায় ২-০ গোলে।
গ্রুপের সব ম্যাচেই হেরেছে কাতার। ইতিহাসের প্রথম স্বাগতিক দল হিসেবে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্ব সেরার মঞ্চ থেকে বিদায় নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে কাতারের বিপক্ষে নেদারল্যান্ডসের খেলা নিয়ে সমালোচনার প্রেক্ষিতে সাংবাদিকদের একহাত নেন ফন গাল। ৭১ বছর বয়সী এই কোচ মনে করেন, এখন পর্যন্ত লক্ষ্যের পথে তারা ঠিকঠাক এগিয়ে যাচ্ছেন, ‘ইতিবাচকতার সঙ্গে আমরা পরের পর্বে জায়গা করে নিয়েছি- যা টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের যা করা দরকার আমরা তা করেছি। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। এটি (নেদারল্যান্ডসের সমালোচনা) হতাশাজনক, কিন্তু আমি আপনাদের সঙ্গে একমত নই। আমি মনে করি, সবাই পরের রাউন্ডে যাওয়ার জন্য বরং গর্বিতই হবে। আমার মনে হয় বিষয়টা ততোটা খারাপ নয়, যতোটা আপনারা বলছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ